
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন ক্যাম্প ২০১৮ । বৃহস্পতিবার রাতে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউড হল প্রঙ্গনে বান্দরবান কারাতে ক্লাবের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ২ দিন ব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয় । পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারান সম্পাদক (সেনসি) ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । মার্শাল র্আট স্টারস একাডেমী ( সেনিস ) সামশুর আলম ভুইয়ার সভাপতিত্বে এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি একে এম জাহাঙ্গির আলম , লামা মহা মুনি শিশু সদন এর কারাতে ও জুডো কোর্চ (সেনসি) জউপ্রু , সিংমং, হ্লাশৈমং, উক্যহ্লা সহ কারাতে প্রশিক্ষনে অংশ গ্রহনকারী সকল জুডো ও কারাতে শিক্ষার্এীবৃন্দ । অনুষ্ঠানে পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন কারাতে ও জুডো একটি আন্তর্জাতিক খেলা। পাবর্ত্য অঞ্চলের ছেলে মেয়েরা এই খেলায় অংশ গ্রহন করে বিশ্বের বুকে বান্দরবান পার্বত্য জেলার সুনাম ছড়িয়ে দিয়েছে এবং সেই সাথে স¦র্ন জয় করেছে এই আত্মরক্ষা মুলক প্রতিযোগিতায়, যা আমাদের পার্বত্য বাসীর জন্য অতান্ত গেীড়বের । ভবিষ্যতে যাতে এই খেলা দুলায় পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা অংশ গ্রহন করে বাংলাদেশ তথা বিশ্বের বুকে আরো সুনাম ছড়িয়ে দিতে পারে তার জন্য সকল প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে উন্নত মানের প্রশিক্ষনের ব্যাবস্থা করবনে বললেন তিনি। অনুষ্ঠানে তিনি ঘোষনা দেন প্রয়োজনে জাপান থেকে প্রশিক্ষক এনে বান্দরবান জেলার ছেলে মেয়েদের জুডো ও কারাতের উন্নত মানের প্রশিক্ষন দিবেন ।আর সেই উপলক্ষকে সামনে রেখে আগামী ১৫ মে বান্দরবান স্টেডিয়াম জিগনেসিয়াম হল প্রঙ্গনে এক কারাতে ও জুডো প্রতিযোগিতার আয়োজন করবেন যেখানে বাংলাদেশের সকল জেলার ফাইটার গন অংশ গ্রহন করবেন আর তাথে অংশ নিচ্ছে শ্রীলংকার কারাতে ও যুডো ফাইটার গন । এই বিষয়ে বাংলাদেশ কারাতে ফেডারেসনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা জানান এই বছর ও জাতীয় অলেম্পিক প্রতিযোগিতায় কারাতে ও জুডো ইভেন্টে বান্দরবানের ছেলে মেয়েরা অংশ গ্রহন করে স্বর্ন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন আর তার জন্য সকল কোর্চগন ছেলে মেয়েদের দক্ষতার সাথে কঠোর অনুশীলন করাচ্ছেন । আগামীকাল কারাতে ও জুডো প্রদশর্নীর মাধ্যমে প্রশিক্ষন ক্যাম্পের সমাপ্তি করা হবে ।