
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরুপ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী প্রমুখ
এছাড়া সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টির বেশি স্টল অংশ নিয়েছে।শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল মেলায়।