বাবা
রুমানা আক্তার রত্না
বাবা নামের সূর্যটা যার সাথে আছে
ভাবনার মেঘ নেই তার ধারে
সারাটি জীবন ধরে বাবা তিলে তিলে
নিজেকে বিলিয়ে দেয় সংসারে।
রাত-দিন খেটে নিজের জীবন করে ক্ষয়
সন্তানের সুখে সেতো নিজে সুখে রই।
নিজের প্রয়েজনে সে করে করাকরি
সন্তানের প্রয়েজনে উদার ভূমি
নিজের পোশাকে যদি থাকে শত তালি
সন্তানের পোশাক তবু রাখে সে দামি।
বিপদে -আপদে সে সবারি আগে
সন্তানের কল্যাণ সদাই ভাবে
দুঃখ এসে যেন না ধরে তাকে
নিজের সুখের কথা রাখে নাকো মনে।
পরিবারের সুখে সে নিজেকে মেলে
সকলের শত ভার নিয়ে কাঁধে
বাবা নামের রবিটা তবুও হাসে।
সাধারণের মাঝে বাবা,অসাধারণ তুমি
এ পৃথিবীর তরে তুমি স্নেহের ভূমি।
Please follow and like us: