নয়া আলো- পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনায় ৪জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।
সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাউকে আটক করিনি। তথ্য উদঘাটনের জন্য চারজনকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন হলে তাদের আটক দেখানো হবে।
জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনের পরিচয় বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। পরে প্রয়োজন হলে আটক দেখিয়ে নাম পরিচয় প্রকাশ করা হবে।
Please follow and like us: