
মিজানুর রহমান সুমন :
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজার থেকে গত ২৫/০৫/১৭ তারিথ রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে দেশীয় অ¯্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।ডাকাত দলের সদস্যরা হলো পিরোজপুর জেলার মঠবাঢ়িয়া উপজেলার আমড়া গাছিয়া ইউনিয়নের হোগল পাতি গ্রামের আব্দুস ছত্তার তালুখদারের পুত্র ডাকাত দলের সরদার মোঃ সামসুল হক তালুকদার (৪৮) ও তার সহ যোগী বাগের হাট জেলার মোড়ল গঞ্জ উপজেলার হেরমা গ্রামের মোঃ নুরুল ইসলাম খানের পুত্র মোঃ জামাল খান (৩৭) ,বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের মৃত আলী আকবার ফরাজীর ২ ছেলে মোঃ শাহীন ফরাজী (২৬) ও আউয়াল ফরাজী (২৫)।তাদেও সাথে পাওয়া দেশীয়ন অ¯্রসমুহ হলো রান্দা ছেনা দঠর সাপল হ্যাস্কোব্লেড এবং গ্রিল কাটার আধুনিক সামগ্রী সমুহ। ঊামনা থানার এসআই, আঃ সত্তার ,এ এস আই ওমোড় কাউম ও এ এস আই নজরুল ইসলাম এর নেতৃত্যে তাদের কে গ্রেপ্তার করা হয় । বামনা থানার অফিসার ইন চার্জ মোঃ সাহাব উদ্দীন জানান গোপন সংবাদের ভিত্তিতে খোল পটুয়া বাজারে অভিযান চালিয়ে এই চারজন কে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ। তিনি আরোজানান ডাকাত দলের সরদার শামসুলহক পিরোজপুর ও বরগুনা জেলার দুর্ধর্ষ ডাকাত।