
মিজানুর রহমান সুমন বরগুনা :
বরগুনার বামনা উপজেলায় গত বুধবার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাষ্টের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ম্যান ফর ম্যান এর উদ্দ্যোগে বামনা শহরে মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বেরকরা হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্ব পুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিশদ মিলনায়তনে টেকসই উন্নয়ন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রন ও স¦াস্থ্যখাতে ব্যায় কমাতে সবরকম তামাকের মুল্য ও কর বৃদ্বি এবং তামাক জাতদ্রব্য ব্যবহার ,(নিয়ন্ত্রন) আইন বাস্তবায়নের লক্ষে এক আলোচনা সভার আয়োজন করাহয়। উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু , আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ মোঃ মোরশেদ ,বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দীন পিন্টু, সাংবাদিক হাবিবুর রহমান , সাংবাদিক নাসির মোল্লা ,ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এমএ মতিন আকন্দ, বামনা সারওয়ার জান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ পরিমল ।