
মিজানুর রহমান সুমন:- বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি, অফিস কর্মচারী ও রোগীদের সাথে দুর্ব্যবহার, স্বজন প্রীতি ও স্বাস্থ্য সেবায় অবহেলার প্রতিবাদে ও তাকে অবিলম্বে অপসারণের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঝুড়– মিছিল করেছে উপজেলা সচেতন নাগরিক পরিষদ। এতে উপজেলার নারী, পুরুষ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে বামনা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন, নাগরিক কমিটির আহবায়ক ওবায়দুল কবির আকন্দ দুলাল।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনের বৈরী আচরণেরর কারনে দুজন চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসক শুণ্য। স্বাস্থ্য কর্মকর্তার এহেন আচরণের পরে তাকে যদি অপসারন না করা হয় তাহলে কঠিন কর্মসূচি দিয়ে তাকে বামনা থেকে বিতারিত করা হবে।