মিজানুর রহমান সুমন
বরগুনার বামনায় গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তাবিত উপজেলা পরিষদ মডেল মসজিদে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ওলামা-মাশায়েখ এবং ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফা উপজেলা মডেলকেয়ারটেকার মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বাচ্চু, বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট চৌধুরী কামরুজ্জামান, বামনা থানার ওসি(তদন্ত) মোঃ লোকমান হোসেন, ইফা ফিল্ড সুপারভাইজার মোঃ কবির হোসাইন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুহাঃ মফিজ উদ্দীন প্রমুখ। ইমাম সম্মেললনে সভাপতিত্ব করেন ইফা জেলা প্রতিনিধি মোঃ শওকত হোসেন।