বাগেরহাট জেলা সদরের বারাকপুর বাজারে বড় ধরণের চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাতে নৈশ প্রহরীর পাহারা থাকা সত্বেও বাজারের হাওলাদার ইলেক্ট্রনিক্স শোরুমে এই চুরি সংগঠিত হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা বাগেরহাট মহা সড়কের পাশে বাজারের পাহারাদার উপস্থিত থাকা অবস্থায় কড়া নিরাপত্তা বেষ্টিত এই শোরুমে চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
শোরুমের স্বত্বাধিকারী হাওলাদার ইয়ামিন আলী জানান, প্রতিদিনের মতো শোরুমের হিসাব নিকাশ করে রাত ১০ টার সময় শহরের দশানীর বাসায় চলে যায়। সকাল ৯ টার সময় দোকানের ম্যানেজার নুরুল হাওলাদার ফোন দিয়ে বলে দোকানে চুরি হয়েছে। খবর শুনে দ্রুত বারাকপুর বাজারে আমার শোরুমে এসে দেখি আমার ক্যাশের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ৪ লক্ষ ৩০ হাজার টাকা, কয়েকটি মোবাইল, বিদেশী কয়েকটি লাইট, প্রেশার কুকার, ফ্যান ও শোরুমে থাকা বিভিন্ন ছোট আইটেমের বেশ কিছু মালামাল চুরি হয়েছে।
বিষয়টি তৎক্ষণাৎ বাজার কমিটি, স্থানীয় ইউপি সদস্য এবং থানা পুলিশকে অবহিত করি। বাজারে পাহারা থাকা অবস্থায় কি ভাবে এই চুরি সংগঠিত হলো বুঝতে পারছি না। এর আগে একই বাজারের সাইফুল হোসেন, আতাউর রহমান, মিলন হোসেন, আলতাফ হোসেন সহ অনেকের দোকান চুরি হয়েছে। ঠিক মতো তদন্ত এবং অপরাধী সনাক্ত না হওয়ার কারণে বাজারে পাহারা থাকা সত্বেও আমার দোকান চুরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, শোরুমটির স্বত্বাধিকারী এখনো অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে, দ্রুত চোর সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Please follow and like us: