
ছাত্র জীবন থেকে ছাগলনাইয়ার রাজপথ কাঁপানো বলিষ্ঠ কন্ঠস্বর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নামে পরিচিত সাইফুল ইসলাম স্বপন ডায়াবেটিক, থাইরয়েড, পাইলস জনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার স্বপনের শারীরিক অবস্থার খবর নেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এসময় তার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতার পাশাপাশি সকল প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন সোহেল চৌধুরী।
গত এক সপ্তাহ ফেনী আধুনিক জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে রাজধানী ঢাকার বার্ডেন হাসপাতালে রেফার করেন। সাইফুল ইসলাম স্বপনের ভাই সহিদ জানান, স্বপন ভাইয়ের শারীরিক অবস্থা ভালো নয়। ভাইয়ের সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন সহিদ।
সাইফুল ইসলাম স্বপন ছাগলনাইয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিণ যশপুরের সাবেক কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন তিনি ।