ঠাকুরগাঁও সংবাদদাতাঃ- মুক্তিযোদ্ধার কোটা বহাল রাখার দাবীতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধার সন্তানেরা।
সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে উপজেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানেরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের বক্তব্যে বলেন, কোটা পুনরায় বহাল না করলে কঠোর কর্মসূচী গ্রহন করবেন তারা।
Please follow and like us: