কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বিআরটিএ। তবে বাস মালিকরা প্রস্তাব করেছে, কিলোমিটার প্রতি দুই পয়সা কমানোর।
তাদের এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
সভায় বাস মালিকরা জানান, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরো ২১ বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি।
Please follow and like us: