বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ডেনমার্ক শাখার সভাপতি গাজী মনির আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। স্কুল জীবন থেকে ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারী গাজী মনির আহমেদ ডেনমার্ক যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘ ২০ বছর তিনি ডেনমার্ক বিএনপির সভাপতি পদে সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ গাজী মনির আহমেদ ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের কৃতি সন্তান। গাজী মনির আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবরে ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাসের দেখা মিলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় গাজী মনির আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার। এছাড়াও ছাগলনাইয়া উপজেলার সাবেক এ ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়াায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানায়।