নিজস্ব প্রতিবেদকঃ- বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমানের বাণিজ্যমন্ত্রী তানবীর আহমেদ সিদ্দিকী এখন নিঃসঙ্গ জীবন যাপন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবন তার কেটেছে বিএনপিতে। এখন বিএনপিতেও নেই এলাকার মানুষের সঙ্গেও জনসংযোগ নেই।
এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন এক সময়ের এই রাজনীতিবিদ ও বহুল আলোচিত মন্ত্রী। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পুত্র ইরাদ আহমেদ সিদ্দিকী বিরুপ মন্তব্য করায় বিএনপি তাকে স্থায়ী কমিটি থেকে অব্যাহতি দিয়েছে। নানা সূত্রে জানা গেছে, জীবনের পড়ন্ত বেলায় একা নিঃসঙ্গ জীবনের মুখোমুখি তানবীর আহমেদ সিদ্দিকী। রাজনীতিতেও নেই পরিবার পরিজনের সাথেও নেই। অনেকটা নিবৃত্ত জীবন কাটাচ্ছেন ঢাকায়।