বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গিদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। বিএনপি-জামায়াতের ছাতার তলেই জঙ্গি- সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের আস্তানা।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে হবে সেই সাথে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে। একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে দমন করতে চান তাহলে কার্যত বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না। যারা জঙ্গিবাদের পাহারাদারদের ওকালতি করে তারা মূলত জঙ্গি দমনে বাধা সৃষ্টি করে। আমরা জঙ্গিবাদ ও তাদের পাহারাদারদের দমন করবো।
মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ মূসা, মেজর জেনারেল আব্দুর রশিদ প্রমুখ।
এদিকে ধর্মীয় জঙ্গিবাদীদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক মানববন্ধনে ইনু বলেন, যারা রাজনীতিতে বিএনপি-জামায়াতকে জায়গা দিতে চায় তারা কার্যত জঙ্গিবাদকে আড়াল করতে চায়। তাই এদেরকে চিহ্নিত করে গণতান্ত্রিক দৃষ্টি ভঙ্গি থেকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, যারা অতীতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে তারাই এখন ভিন্নরূপ ধারণ করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে।