নয়া আলে-
বিএনপি-জামায়াত নয়, বর্তমান সাম্প্রদায়িক উগ্রবাদকেই আওয়ামী লীগের ‘প্রধান শত্রু’ হিসেবে দেখছেন সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ও জামায়াতের বর্তমান যে অবস্থা তাতে তাদের মোকাবেলা করা আওয়ামী লীগের পক্ষে কোনো বিষয় নয়। গত এক বছর ধরে কোনো আন্দোলন-সংগ্রাম নেই, বিএনপি তাদের কর্মসূচি শুধু প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
“কিন্তু এ সময়ে সাম্প্রদায়িক উগ্রতা অনেক বেড়েছে। আমাদের প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রতা, যাকে আমাদের এক ও অভিন্নভাবে মোকাবেলা করতে হবে।”