
নয়া আলো ডেস্কঃ- দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কিছু দাবি ও অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।
জানা গেছে, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানির প্রতিবাদে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এ কারণে তিনি আপাতত গণসংযোগ বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার সকালে নগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অপরদিকে, গাজীপুরে নেতাকর্মীদের গ্রেফতার চলছে বলে দলের অভিযোগ। সেখানকার এসপি হারুনকে প্রত্যাহার করার জন্য বিএনপি দাবি জানালেও তা পূরণ করা হয়নি।এসব বিষয়ে বিএনপি ইসিতে আলাপ করবে বলে জানা গেছে।
Please follow and like us: