
নিজস্ব প্রতিবেদক,ফেনী : –
ভারতের কমেডি অনুষ্ঠান মীরাক্কেলে বাংলাদেশী চ্যাম্পিয়ন নাটোরের আবু হেনা রনি মঙ্গলবার বিকালে ফেনী সফরে আসেন। শহরের বিজয়সিংহ দীঘির পাড়ে ওপেন স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করে ফেনী কমেডি ক্লাব। অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা। তবে তার প্রতিটি কৌতুকই ছিল শিক্ষনীয়। তিনি শো করতে গিয়ে বলেন, ‘ফেনী অনেক সুন্দর জায়গা। অনুষ্ঠানের আগে দীঘির পাড় ঘুরে অনেক ভালো লেগেছে। এ জেলার মানুষও অনেক ভালো। দেশের অনেক জায়গায় শো-করা হয়েছে। কোথাও কোন জেলা প্রশাসক শো-তে অংশ নেননি। এখানে জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নিয়েছেন। দর্শকসারি থেকে কমেডিতে অংশ নিয়ে জেলা প্রশাসক মো: আমিন উল আহসানও অনুষ্ঠানস্থল সংলগ্ন তার বাসভবনকে ইঙ্গিত করে জানিয়েছেন, ‘আমার বাড়ির দরজায় না হলে আমিও আসতাম পারতাম না।’ তরুণদের ভালো মানুষ হতে স্বপ্ন দেখার আহবান জানিয়ে আবু হেনা রনি বলেন, ‘একদিন আমি এক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি। আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু ঢুকতে দিল না। তাই আমি স্বপ্ন দেখলাম অনেক বড় হব। মানুষের মত মানুষ হবো। তারপর অনেক বড় মানুষ হয়ে দারোয়ান হয়ে অন্যদেরও ভিতরে ঢুকতে দিব না। আমার মত এমন স্বপ্ন কেউ দেখবেন না। তাহলে সফল হতে পারবেন না। তাই সঠিক স্বপ্ন দেখা উচিত। নেশা থেকে দূরে থাকতে হবে।’ আবু হেনা রনি আরো বলেন, ‘এক হাত না থাকা এক ব্যক্তি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে উঠে আসলেন। তাকে অনেক বোঝানোর পরও তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। পরে নিচে দেখতে পায় দুই হাত না থাকা এক লোক নাচানাচি করছে। তাকে দেখে আত্মহত্যার চেষ্টাকারি মনে মনে ভাবল আমারতো এক হাত রয়েছে, ওই ব্যক্তির দুই হাত নেই। তবুও তিনি আনন্দে নাচছেন কেন। আত্মহত্যায় নিরুৎসাহিত হয়ে ছাদের উপর থেকে সে নিচে নেমে এসে জানতে চাইল ভাই আপনি নাচানাচি করেন কেন ? বলল আমার তো হাত নাই। পিঠে চুলকায় তাই। এই থেকে আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে।’ মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে বাংলাদেশ কমেডি ক্লাবের সদস্য সম্রাট ঠাকুর, ফেনী কমেডি ক্লাবের সদস্য আমির মক্কি, ওসমান গনি রাসেল সহ কয়েকজন সদস্য কৌতুক অভিনয় করেন। বিকাল ৪টার নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দর্শকদের মুহুমুহু করতালিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আমিন উল আহসান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) মাঈন উদ্দিন। ইভেন্ট ম্যানেজম্যান্ট ঘাসফড়িং অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরাফাত খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় হাসতে হাসতে দর্শক-শ্রোতাদের পেটে খিল ধরে যায়।