সৌদি আরবের বিনলাদেন গ্রুপ ৭৭,০০০ বিদেশি শ্রমিক ছাঁটাই করেছে। এছাড়া ১২,০০০-১৭,০০০ সৌদি নাগরিককেও চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে।
সোমবার আল ওয়াতান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিকদের মালিকানাধীন বিনলাদেন গ্রুপ ৭৭,০০০ বিদেশি শ্রমিককে এক্সিট ভিসা দিয়েছে যাতে তারা সৌদি আরব ছেড়ে যেতে পারে।
আর যেসব সৌদি নাগরিককে ছাঁটাই করা হবে তারা প্রতিষ্ঠানটির প্রকৌশল, প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগে কাজ করতেন।
সৌদি নির্মাণ কোম্পানিগুলো প্রয়োজন অনুসারে বিদেশি শ্রমিককে প্রায়ই ছাঁটাই বা নিয়োগ করলেও দেশি কর্মীদের চাকরিচ্যুত করা বিরল ঘটনা। কারণ এটা আইনগতভাবে কঠিন এবং ব্যয়বহুল।
সৌদি আরবের বৃহত্তম কোম্পানি বিন লাদেন গ্রুপে প্রায় ২,০০,০০০ কর্মী আছেন।
তবে গত বছর হজের সময় মক্কার মসজিদুল হারামে বিন লাদেন গ্রুপের ক্রেন ছিড়ে শতাধিক লোক নিহত হওয়ার পর কোম্পানিটিকে সৌদি সরকারের কাজ পেতে নিষিদ্ধ করা হয়। তবে সৌদি আরবের অনেক ঐতিহাসিক স্থাপনা তৈরি করেছে এরা।
এছাড়া তেলের দাম কমায় সৌদি অর্থনীতি সঙ্কটে থাকায় প্রভাব পড়েছে নির্মাণ কাজে, যার মাসুল দিতে হচ্ছে বিদেশি শ্রমিকদের।