নয়া আলো-
অনুমতি ছাড়া বিমানবালার ছবি তোলার অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে মুম্বাই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। ওই বাংলাদেশীকে স্থানীয় পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়। অসীম জয়গোপাল ভুমিয়া নামে ওই বাংলাদেশীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। এ খবর দিয়েছে ডেকান হেরাল্ড। খবরে বলা হয়েছে, কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটের বিমানটি বৃহস্পতিবার অবতরণ করে। এয়ারপোর্ট পুলিশের এসিপি সুরেশ ভেদাক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা ভুমিয়াকে আটক করি।’
বিমানবন্দর সূত্রগুলো জানায়, দুই বন্ধুর সঙ্গে বিমানে চড়ছিলেন ভুমিয়া (৩৮)। এক পর্যায়ে তিনি এক বিমানবালার ভিডিও ধারণ করতে শুরু করেন। এক সহযাত্রী বিষয়টি লক্ষ্য করেন ও ফ্লাইট ম্যানেজারকে সঙ্গে সঙ্গে জানান। এরপর পাইলটকে বিষয়টি জানানো হয়। পাইলট মুম্বই বিমানবন্দরের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) ঘটনাটি অবহিত করে। বিমান অবতরণের পরপরই ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। কর্মকর্তরা এরপর ভুমিয়াকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ে হয়। তার বাকি দুই সঙ্গিকে চলে যেতে দেয়া হয়। কারণ, তারা বিষয়টি জানতেন না। ইন্ডিগো এয়ারওয়েজের এক কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।