বিরল সরকারি কলেজ এর সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর ও বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা এর সাবেক সভাপতি মমতাজুর রহমান মিন্টু এবং কাচারী বাজার রোডের হোটেল মেরিনার স্বত্ত্বাধিকারী মকবুল হোসেন নান্টু এর পিতা আব্দুর রহমান ওরফে ভাসানী (৮৪) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮ টায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিরল পৌরশহরের কামারপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
Please follow and like us: