
দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ০২ জন যুবক’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২-বিজিবি)।
শুক্রবার (০৪ অক্টোবর) ভোর ৫টা’য় উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার রামা রায় এর ছেলে মেগনেট রায় (২৫), নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম এলাকার ৩৩১/৪ এস.পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডার নায়েক সাহাদত ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
এ ব্যাপারে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার ০২ জনকে আটক করা হয়। পরে তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: