ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি বিরল উপজেলা শাখা ও সকল অঙ্গসহযোগী সংগঠন এর আয়োজনে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মূখে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে বিকেলে বিরল পৌরশহরসহ ১২ টি ইউনিয়নের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন সহকারে বিরল পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এসে বর্ণাঢ্য র্যালি বের করে বিরল পৌরশহর প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ মিনারে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের নমিনী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাশ ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাকী, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, যুব বিষয়ক সম্পাদক রোস্তম আলী, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান আক্কারুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌরছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদসহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি/সম্পাদক ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আমরা অনুসারী। আমরা তাঁর আদর্শকে লালন করি, ধারণ করি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, বাক স্বাধীনতা এবং গণতন্ত্রকে ফিরিয়ে দেয়ার দল, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার দল। ৭ নভেম্বর সিপাহী জনতা যেভাবে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব নিয়েই উনি ৭১ পরবর্তী আমাদের দেশে যে বাকশাল কায়েম হয়েছিল, সেই বাকশালকে খর্ব করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা আজকে বহু বছর পর মুক্ত মঞ্চে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। যে সকল শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে আজকে আমরা আবারো মুক্তভাবে চলাফেরা এবং কথাবলার সুযোগ পেয়েছি, তাঁর গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, দেশটা আমাদের সকলের। এ দেশকে আমাদের নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তবেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা পাবে। যেভাবে হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেভাবে যদি কেউ দেশ পরিচালনা করতে চাই, তাহলে আমরা কেউ তা পারবো না। জনগণের কথা ভেবে, জনগণের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজি, লুটতরাজ, ধান্দাবাজির সাথে জড়িত তারা আমাদের দলের কেউ নয়। আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। আমরা সেই সমস্ত নেতাকর্মীকে আমাদের দলে দেখতে চাইনা, যারা আওয়ামীলীগের দালালী করে, আওয়ামীলীগের দালালরা কখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা বা কর্মী হতে পারে না।
Please follow and like us: