দিনাজপুরের বিরল ১২ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নের মির্জাপুরে ব্রয়লার মুরগীর খামার থেকে চুরি হওয়া ২৪ বস্তা ফিডসহ ১জন আসামীকে গ্রেপ্তার করেছে বিরল থানা পুলিশ ।
মামলা সুত্রে জানা যায় ১২, ফেব্রুয়ারি (সোমবার) রাত্রি ১২ টা থেকে ৩টা পর্যন্ত সময়কার মধ্যে রানীপুকুর ইউনিয়নের মির্জাপুরে সোহেল রানা’র মুরগীর খামার থেকে আনুমানিক ১৩৫০ পিস ব্রয়লার জাতের মুরগী ও সিপি কোম্পানির ২৪ বস্তা মুরগীর খাদ্য (ফিড) চুরি হয়।
এ ঘটনায় খামারী সোহেল রানা বাদী হয়ে বিরল থানায় একটি এজাহার দায়ের করেন।
চুরির অভিযোগের ভিত্তিতে গোপনে সংবাদ পেয়ে উক্ত মামলার আইও এস আই আতিকুর রহমান আতিক ও এস আই হাসান ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার পদমপুর গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে নাঈম ইসলাম এর নিজ বাসা থেকে ২৪ বস্তা ফিডসহ নাঈম ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত মামলার আইও বিরল থানার কর্মরত এস আই আতিকুর রহমান আতিক জানায় ১৩৫০ টি মুরগী ও ২৪ বস্তা ফিড চুরির অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া মুরগীর খামারের কর্মচারী রানীশংকৈল উপজেলার পদমপুর গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে নাঈম ইসলাম এর বাসায় রাণীশংকৈল থানার জরুরী টিম এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি হওয়া ২৪ বস্তা ফিড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করে ১৩৫০ টি মুরগী আমরা ০৩ জন পরিকল্পনা করে চুরি করার পরে বিক্রি করে দিয়েছি। ঘটনায় রাণীশংকৈল মকবুল হোসেন এর ছেলে মিজানুর রহমান ও পাদমপুর রাণীশংকৈল গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে নাঈম ইসলাম এবং ভান্ডারা রাণীশংকৈল গ্রামের ওবায়দুর রহমান এর ছেলে নুর আলমকে আসামী করে বিরল থানায় চুরির নিয়মিত মামলার মাধ্যমে ০২ নং আসামী কে আদালতে পাঠানো হয়েছে যার মামলা নং- ০৮।
Please follow and like us: