দিনাজপুরের বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের ভাই ভাই ইট ভাটার ম্যানেজার হুসেন আলী (৩৩) নামের এক ব্যক্তি ট্রাকটর টলির নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মৃত হুসেন আলী ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের আব্দুল হোসেন এর ছেলে।
জানা যায় মৃত হুসেন আলী ম্যানেজার এর দায়িত্বে থাকলেও ভাই ভাই ইট ভাটার মাটি স্থানান্তর জন্য ভাটায় ট্রাক ড্রাইভার এর সংকটের কারণে মাঝে নিজেই ড্রাইভারের দায়িত্ব পালন করতেন।
বুধবার সকালে একটি ট্রাকে করে মাটি স্থানান্তরের সময় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ভাটার উত্তর পার্শে পানি ভরাট একটি গর্তে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার।
পরে খবর পেয়ে বিরল সিভিল সার্জন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পানি নিষ্কাশন করে লাশ উদ্ধার করে। এসময় বিরল থানার পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিরল থানার ওসি গোলাম মাওলা শাহ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানায় ঠিক হুসেন আলী ভাই ভাই ইট ভাটার ম্যানেজার পদে কর্মরত ছিলেন বলে জানতে পেরেছি সকালর ভাটায় কোন ড্রাইভার না থাকায়। তিনি ট্রাকের চালাতে গিয়ে ট্রাক্টর টলি সহ গর্তের মধ্যে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
Please follow and like us: