দিনাজপুরের বিরলে দুই সন্তানের জননী ধর্ষনের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছে। সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ এখনো ধর্ষখকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ধরাছোয়ার বাইরে থেকে বাদী ও বাদীর পরিবারকে হুমকি প্রদর্শন করছে ধর্ষক ও তাঁর স্বজনরা বলে বাদীর অভিযোগ।
মামলা সুত্রে জানা গেছে, বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর গ্রামের বাগরাপাড়ার ভ্যানচালক হুসেন আলীর (৩৫) এর বাড়িতে পাশের ফাজিলপুর গ্রামের আব্দুল এর ছেলে আমিনুল (৪০) প্রায় সময় যাতায়াত করিত। হুসেন আলী পেশায় ভ্যানচালক হওয়ার সুবাধে বাড়ির বাইরে থাকায় বিভিন্ন সময় আমিনুল ইসলাম আরিফাকে কু-প্রস্তাব দিয়ে আসত। এরই মধ্যে গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে হুসেন আলীর স্ত্রী আরিফা গরুর মাংসের তরকারি পাশের ফরিদা বেগমের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আমিনুল ইসলাম পথিমধ্যে আরিফাকে একাকি পেয়ে পিছন থেকে মুখ চেপে ধরে পাশের কলা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে পাশের বাড়ির মেহেরুল ইসলাম এগিয়ে আসে এবং ধর্ষক আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করে। পরেরদিন রোববার স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার জন্য স্থানীয় কতিপয় ব্যাক্তি ধর্ষিতার পরিবারকে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ধর্ষনের অপরাধে ধর্ষক আমিনুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় বিরল থানায় একটি মামলা নং-১ , তারিখ-০১/০৭/২০২৪ ইং দায়ের করেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Please follow and like us: