১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বিরলে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক-১

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২৪, ১৯:০৩ | 639 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরলে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সময়  গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে ৭০০ পিস টাপেন্ডাডল নেশা জাতীয় ট্যাবলেট ও ০ ২পিচ Buprenorphine Injection IP ।সর্বমোট বাজার মূল্য ১,৪০,২০০/- (এক লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে বিরল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডেে হুসনা বাজার এলাকার বসত বাড়ি উঠান থেকে বিপুল পরিমাণ মাদক সহ ১ জন কে আটক করেছে বিরল থানা পুলিশ । আটককৃত মাদক ব্যবসায়ি গোলাম রব্বানী (৫৩)। বিরল পৌরসভার  হুসনা এলাকার মোঃ নইমুদ্দিন এর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় বিরল বাজারে এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিরল পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত হুসনা বাজার সংলগ্ন আসামীর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পাইয়া বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশ মোতাবেক সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমি আমি এসআই (নিঃ)/মোঃ গোলাম রব্বানী ও সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিঃ)/মোঃ শফিকুর রহমান ও ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করি। আসামী মোঃ গোলাম এর দেখানো মতে তাহার বসত বাড়ীর বাথরুমের পাশে বাথরুমের পাইপ এর ভিতর হইতে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০২পিচ Buprenorphine Injection IP এবং ৩০ (ত্রিশ)পাতা (৭০০পিস) Tapentadol Tapal ট্যবলেট সহ মাদক ব্যবসায়ী গোলাম রব্বানী (৫৩) আটক করা হয়।  বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানায়, থানা এলাকায় জরুরি ডিউটি ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ০২পিচ Buprenorphine Injection IP ও সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET