১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৩, ২০:০১ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত কনেস্টবল সোহেল কর্তৃক ১০,নম্বর ইউনিয়নের জগতপুর ফুলবন পাড়ার এক গৃহবধূ কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহিলার অভিযোগের ভিত্তিতে কনেস্টবল সোহেল কে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিরল থানা’র ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম মাওলা। এ ব্যাপারে অভিযুক্ত কনেস্টবল এর সাথে বারবার চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধর্ষণের অভিযোগ তুলে ঐ মহিলা আরও জানায় দীর্ঘদিন তার সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করেন কনেস্টেবল সোহেল। এই ঘটনা মহিলার স্বামী জানতে পারলে তাকে তালাক দিবে বলে বাসা থেকে বের করে দেয় নিরুপায় হয়ে মহিলা ১৮,(নভেম্বর) শনিবার রাতে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে তাকে বিয়ে করার দাবী তুললে মহিলাকে আহত করে চলে যায়। পরে রাতেই ঐ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এলাকা বাসীর মধ্যে মিজানুর রহমান নামের এক ব্যাক্তি সহ এলাকাবাসী জানায় মহিলা তদন্ত কেন্দ্রের পাশে জগতপুর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসায় রান্নার কাজ করতেন  দীর্ঘদিন যাবত কনেস্টবল সোহেল কে ঐ মহিলার সাথে কথা বার্তা বলতে দেখেছি এ নিয়ে এলাকাবাসী সবার মনে তাকে নিয়ে সন্দেহ ছিলো এখন মহিলার অভিযোগে সব পরিষ্কার, আমাদের গ্রাম বাসীর দাবী এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্ত মূলক বিচার করা হোক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET