বিরলে পৌরসভা এলাকায় লক্ষীপুর (জোড়াকালী) বাজার হতে (বর্ম্মপুর) নিজ বাসায় ফেরার পথে দেশীয় ধারালো অস্ত্র (চাকু) দেখিয়ে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হয়েছে এক ব্যাক্তি। ঘটনায় ভূক্তভোগী নাইম ইসলাম বাদী হয়ে বিরল থানায় অভিযোগ দায়ের করেছে। বিরল পৌরসভার ৯নং ওয়ার্ড বর্ম্মপুর এলাকার মোঃ শুকুর আলী এর ছেলে মোঃ নাইম ইসলাম অভিযোগে জানান, একই এলাকার আনছার আলী এর ছেলে মোঃ রাসেদ (২৫) ও মোঃ রাজ্জাক আলী এর ছেলে মোঃ বেলাল (২৬) এর সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। তাই আক্রোশে আমার ক্ষতি সাধন করার জন্য সময় ও সুযোগ খুঁজতে থাকে এবং ১৯ নভেম্বর-২০২৪ মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৫.৩০ টায় আমি ও আমার সঙ্গীয় তালতলা ব্রহ্মপুর এর আমিনুল ইসলাম এর ছেলে মোঃ মাহাবুর আলম (২২) জোড়কালী হতে বাড়ী আসার সময় পথিমধ্যে রাসেল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তায় পৌঁছা মাত্রই আসামীদ্বয় আমাকে ও আমার সঙ্গীয় মাহাবুর আলমের পথরোধ করে অর্তকিতভাবে আমাদের এলোপাতারীভাবে কিলঘুষি মারে ও শরীরের বিভিন্ন জায়গায় ছেলাফুলা জখম করে। সে সময় রাসেল আমার গলায় চাকু ঠেকায় আমার প্যান্টের পকেটে থাকা নগত অর্থ জোড় পূর্বক বাহির করে নেয় এবং বেলাল আমার ডান হাতে থাকা একটি আইটেল টাচ ফোন কেড়ে নেয়। আমাদের ডাক চিৎকারে স্বাক্ষীগণ সহ আরো অনেকে এগিয়ে আসলে আমাকে রক্ষা করে এবং ঘটনাটি দেখে ও শোনে। তখন রাসেল ও বেলালদ্বয় আমাকে সুযোগ মত একাকী পাইলে মারপিট সহ খুন জখম করবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে চলে যায়।
তাই তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নাইম ইসলাম।
Please follow and like us: