
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (রবিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখার আহবায়ক নুর ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক হবিবর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আবদুল মোন্নাফ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি মকসেদুল ইসলাম টুটুল, ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসন-২ এর বিএনপির সম্মানিত মনোনয়ন প্রত্যাশী বৃন্দ ও উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন (সোনাহার)।এছাড়াও উপজেলা ছাত্রদল, যুবদল,তাতীদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: