দিনাজপুরের বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সম্মেলনে পূণরায় সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজা’কে নিযুক্ত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
রবিবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজা’কে নিযুক্ত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো: জাকিরুল ইসলাম। পরে নবনিযুক্ত সকল সদস্য’কে শপথ পাঠ করান সভাপতি নাজমুল ইসলাম। শপথ বাক্য পাঠ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো: জাকিরুল ইসলাম, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির হাফেজ মো: আব্দুর রশিদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মো: এনামুল হোক, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজমির হোসাইন, প্রমূখ । নাজমুল ইসলাম এর সমাপনী বক্তব্যের পরে
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আব্দুর রশিদ ।
Please follow and like us: