দিনাজপুরের বিরলে জালিয়াতির অপরাধে এক দলিল লেখককে ১৫ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বিরল সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ ফারুক হোসেন, সনদ নং- ১০১ জনৈক এক ব্যাক্তির এস এ খতিয়ানের স্বাক্ষর জালিয়াতি করে একটি দলিল সম্পাদনের চেষ্টা করে। ভুক্তভোগি অভিযোগ করায় দিনাজপুর রেকর্ডরুমে যাচাই বাছাই করে এস এ খতিয়ানের স্বাক্ষরটি জাল প্রমানিত হয়। এঘটনায় বিকাল ৬ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ দলিল লেখক ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: