
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের
শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে মুজিবশতবর্শ উপলক্ষে প্রথম পর্যায়ে বাংলাদেশের ৫৬০ টির মধ্যে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিরল উপজেলা মডেল মসজিদ এক,টি আজ বিরল মডেল মসজিদ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রহমান,
উপজেলা কর্মকর্তা(ভুমি) জাবের মোহাম্মদ সুয়াইব,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিৎ কুমার বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু ও সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন,
উল্লেখঃ প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত অত্যাধুনিক এই মডেল মসজিদে থাকছে এক সাথে ৮ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র। আরও থাকছে শিশু শিক্ষা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা ।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে, এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে মুজিবশতবর্শ উপলক্ষে প্রথম পর্যায়ে বাংলাদেশের ৫৬০ টির মধ্যে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়
Please follow and like us: