১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বিরলে যুবতীকে জখম করে স্বর্ণ-টাকা ছিনতাই মামলা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২৪, ২০:০৭ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার এক গৃহিনীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।
অভিযুক্ত আসামীরা সংশ্লিষ্ট আদালত হতে জামিনে মুক্তিও পেয়েছেন একজন শেল্টার দাতা নব্য এ্যাডভোকেট এর মাধ্যমে। এবং সেই এ্যাডভোকেট উক্ত মামলাটি মিথ্যে মামলা বলে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আবারও মামলা তুলে নিতে বাদীনীকে মোবাইল ফোন এবং রাস্তাঘাটে বিভিন্নভাবে জীবন নাশের হুমিক দিয়ে চলেছেন তারা। এভাবেই দিনের পর দিন আইনের চোখ ফাকি দিয়ে সাধারণ মানুষের পথের কাটা হয়ে দাড়িয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) নামের ওই ০৫ যুবক সাইমুন আক্তার’কে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিরল থানায় মামলা নং-০৬, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪৫ পেনাল কোড রুজু করেন সাইমুন আক্তার। তবে ছিনতাইকারী প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মুঠোফোনে সাইমুন আক্তারকে হুমকি দিচ্ছে বলে এ বিষয়ে তিনি আবারও থানায় অভিযোগ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET