দিনাজপুরের বিরলের ধর্মপুর শালবন সীমান্তবর্তী এলাকায় এক অটোচালককে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা, বিজিবি সদস্যদের সহায়তায় পুলিশে হস্তান্তর।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী পথিমধ্যে যাত্রীরা তাকে জোরপূর্বক (অটোসহ) শালবাগান (সাতদাগ) নামক এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে তারা অটো চালককে টাকা দিতে বললে তার কাছে টাকা না থাকায় ছিনতাইকারীরা তাকে বাড়িতে ফোন করে টাকা আনার জন্য জোর করে। অটো চালক ছিনতাইকারীদের কথা অনুযায়ী ফোন না করায় তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷
আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী (খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন) এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০)। দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুরে স্থানীয় জনতা ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে বনের মধ্য হতে আটক করে দিনাজপুর ব্যটালিয়ন (৪২ বিজিবি)’র এনায়েতপুর বিওপি সদস্যের মাধ্যমে পুলিশে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন- দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার নাসিম খান এর ছেলে নভেল (৩০)।
এবিষয়ে বিরল থানার আব্দুস ছবুর, আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ প্রস্তুতি চলমান রয়েছে৷
Please follow and like us:










