
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহিনুর আলম মাস্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি ও সুমন সওদাগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, আহবায়ক কমিটির সদস্য সায়েবীন আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ।
Please follow and like us: