
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও ফতেপুর ইউনিয়ন পরিষদের যৌথ -অর্থায়নে ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা নিশ্চিত করার স্বার্থে নৌ -এম্বুলেন্স মাতৃসেবা তরী শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ উপজেলা নির্বাহী অফিসার,
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন
সবচেয়ে দুর্গম জনপদ। বছরে ৬ মাস ইউনিয়নটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ফলস্বরূপ অসুস্থ রোগী বিশেষত প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা পেতে অধিকাংশ সময়ই কালক্ষেপণ হয় এবং দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি উপজেলা পরিষদের সাধারণ সভায় নজরে আনলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ, ফতেপুরের সহযোগিতায় অদ্য “মাতৃসেবা তরী” নামক আপাতদৃষ্টিতে নৌ এম্বুল্যান্সটি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিকট হস্তান্তর করা হয়। প্রসূতি মায়েদের প্রাথমিক চিকিৎসা সহায়তাস্বরূপ একটি বেড, চিকিৎসা কীট, অক্সিজেন সিলিন্ডার এটিতে সংযুক্ত রয়েছে। আশা করি অনেকাংশেই এটি দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।
প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে এই নৌ- এম্বুলেন্স বর্ষাকালে অবহেলিত ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গতি সঞ্চার করবে।এতে এ অঞ্চলের জনগণ, গর্ভবতী ও প্রসূতি মা বিশেষ সেবার আওতায় আসবে।
উপজেলা প্রশাসন ও ফতেপুর ইউনিয়ন কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন,আমার স্বপ্নের মাতৃসেবা তরী প্রদানের জন্য।এর মাধ্যমে ব্যতিক্রমী এই উদ্যোগ সারা বাংলাদেশের জন্য একটি মডেল হিসাবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সময় আরো ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সজল মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণজিত চৌধুরী রাজন,, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান,নুরুল আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হযরত আলী কালাচাঁন,জেলা পরিবার পরিকল্পনা ফ্যাসিলেটর, জনাব শামছুল আলম,এভি ভ্যান প্রজেকশনিষ্ট আমান, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী বৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Please follow and like us: