
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর ৫০ জন মুক্তিযোদ্ধাকে গাছ উপহার দিয়েছেন বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ । শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব গাছ তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবীদ কবি রুহুল আমিন প্রামানিক, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সম্বনয়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম।
আনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডাঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ৭১ এর শহীদ পরিবার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান রাজশাহী জেলা শাখা, গ্রীণ ভয়েস, কণ্ঠস্বর ও সূর্যকিরণ বাংলাদেশ। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পরিবেশবাদী গাছ বন্ধু হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মাহবুব ইসলাম পলাশকে।
মাহবুব পলাশ বলেন, দেশ রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের যে অবদান তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সেই শ্রদ্ধারই অংশ হিসেবে পরিবেশে দিবসে রাজশাহীর ৫০জন বীর মুক্তিযোদ্ধার হাতে তিনি মহুয়া গাছের চারা তুলে দিয়েছেন। এসব চারা মাহবুব পলাশ তার নিজের নার্সারিতেই তৈরী করেছেন। মাহবুব জানান পরিবেশ রক্ষাতেও বীর মুক্তিযোদ্ধারা অবদান রাখছেন এবং রাখবেন এমন আশা থেকেই তিনি সবার বাড়িতে লাগানোর জন্য এই গাছের চারা উপহার দিয়েছেন।