
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে ডেইজী শিশু ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের দৌলতপুর ইউনিয়ন ডেইজী শিশু ফোরাম বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে সোমবার একটি ব্যতিক্রমধর্মী র্যালীর আয়োজন করে। শুধুমাত্র কথা বা বক্তৃতা নয়, পরিবেশ সংরক্ষনে বাস্তব ভুমিকা পালনের অংশ হিসাবে শিশুরা প্রত্যেকে নিজস্ব অর্থায়নে একটি করে মেহগনি গাছের চারা ক্রয় করে ও তা-হাতে নিয়ে র্যালীতে অংশ গ্রহন করে। র্যালী চলাকালীন সময়ে শিশু ফোরামের সদস্যরা “গাছ লাগাও, পরিবেশ বাঁচাও” শ্লোগানে আশ-পাশের পরিবেশ মুখরিত করে তোলে। নিজ গ্রাম ফেনাপুকুর থেকে র্যালী নিয়ে শিশু ফোরাম স্থানীয় বাজার প্রদক্ষিন করে। এসময় বাজারের অনেক সংখ্যক মানুষ শিশুদের উৎসব মূখর র্যালী পর্যবেক্ষন করে। র্যালী শেষে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় দিবসের তাৎপর্য তুলে ধরেন ও উৎসাহ মূলক বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় নিজেই একটি মেহগনি গাছ রোপন করেন। এরপর শিশুরা নিজেরা চেয়ারম্যান সাহেবের নির্দেশিত সড়কে গর্ত খুঁড়ে গাছ রোপন করে। এ উপলক্ষ্যে শিশুরা নিজস্ব অর্থায়নে চারা ক্রয়সহ সাউন্ড সিষ্টেম ব্যবস্থা করে। সংস্থার পক্ষ থেকে শিশুদের উৎসাহিত করার জন্য গেঞ্জি প্রদান করা হয়।