
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব দুস্থ ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন করেন।
বীরগঞ্জ উপজেলা প্রশাসন, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এসএম ফজলুল করিম চৌধুরী গত ১০ জানুয়ারী বুধবার রাত্রি ৯ টা হতে ১২ টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার বর্ষা আশ্রয়ন ও বীরগঞ্জ পৌর শহরের পাকড়াই এলাকায় ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে দুস্থ ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর জেলা ত্রাণ পুর্ণবাসন কর্মকতা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহামান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, উপজেলা ত্রাণও প্রকল্প কর্মকতা পিআইও আব্দুল হাই সরকার, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও যুব বিষয় সম্পাদক মোঃ ইয়াসিন আলী, পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজ উদ্দিন প্রমুখ।
এ সময় বীরগঞ্জ উপজেলা ত্রাণও প্রকল্প কর্মকতা পিআইও আব্দুল হাই সরকার জানায় এ অদ্যবধি বীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভায় দুস্থ ও বৃদ্ধদের প্রায় নয় হাজার কম্বল বিতরন করা হয়।