মোঃ ইব্রাহিম হোসেন,ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা মহানগর-উওর আওয়ামী লীগের কার্যকরী অন্যতম সদস্য ও মোহাম্মদপুর থানা ৩১নং ওয়ার্ডের বাসিন্দা এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আহম্মদ পাইন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০১৮ রোজ সোমবার বাদআছর মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেটের ২য় তলায়, মুক্তিযোদ্ধা সংসদ মোহাম্মদপুর থানা কমান্ড কর্তৃক এ স্মরণ সভা ও দোয় মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোহাম্মদপুর থানা, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধাণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার এর পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক এম.পি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এম.পি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রব এল এম জি, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ মোহাম্মদপুর থানা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তালুকদার, মোহাম্মদপুর থানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুস সাত্তার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর, ৩৩ নং ওয়ার্ডের জনতার কমিশনার জনাব তারেকুজ্জামান রাজীব, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলু’সহ প্রমুখ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তরা বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আহাম্মদ পাইন ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের একজন সাহসিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি যতদিন বেঁচে ছিলেন দলের জন্য কাজ করে গেছেন। তিনি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ হাদী, পেশ ইমাম, শহীদপার্ক কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর, ঢাকা