এম আই মিরাজ
ফুল পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুজে পাওয়া মুশকিল। ফুল মানুষকে গড়তে শেখায়, বুঝতে শেখায় অনেক কিছু।যারা ফুল একটু বেশী ভালোবাসে তারাই চেষ্টা করে তাদের বাড়ির আশেপাশে ফুলের গাছ লাগানোর। এতো, গেলো গ্রামের কথা। শহরের বাড়িগুলোর বেলগুণীর পাশে কিংবা বাড়ির সামনে ফুলের বাগান করা একজন বৃক্ষপ্রেমীর নেশা। তেমনি এক বৃক্ষ প্রেমীক হায়দার আলী।পেশায় তিনি একজন ড্রাইভার হলেও তিনি একজন খাঁটি বৃক্ষ প্রেমীক।তার বাড়িতে নেই কোনো জমি যে তিনি ফুলের গাছ রোপন করবেন। তবে এরকম বৃক্ষ প্রেমীক আজকাল সমাজে খুব কমই চোখে পড়ে। তিন তার ব্যাটারী চালিত অটোরিক্সায় ছোট্ট ফুলের বাগান তৈরী করেছেন।তার এরকম চিন্তা এবং ফুলের প্রতি প্রেম ভালবাসা দেখে রাস্তাঘাটের সবাই “থ” মেরে যান।তার অটোর সামনের অল্প জায়গাতে তিনি বাহারী ফুলের গাছ লাগিয়েছেন। তিনি জানান, তার অনেক শখ একটি ফুলের বাগান তৈরী করে বিশ্ববাসীকে উপহার দেয়া।