
বৃক্ষ নিধন
রুমানা আক্তার রত্না
বাংলা আমার মাতৃভূমি মায়ের সমতুল্য
সবুজে সবুজে এ দেশটা ছিলো
আশি দশকে পূর্ণ।
পাখপাখালি গাইতো যে গান
সকাল বিকাল সাঁঝে,
রাখাল ছেলে জিরিয়ে নিতো
গাছের ছায়াই বসে।
হঠাৎ করে উঠলো জেগে
নগর গড়ার স্বপ্ন,
বৃক্ষ নিধন করলো শুরু
ভুলে গিয়ে তার মর্ম।
সবুজ শ্যামল বাংলা আমার
হলো যে মরুর দেশ,
দিনে দিনে তার বাড়ছে যে তাপ
আগুনের মত রেশ।
তাইতো আজ আর ঘুম ভাঙেনা
পাখির কলরবে
সকালবেলা কানে আসে
হর্ণের আওয়াজ ভেসে।
দোয়েল চড়াই বইয়ের পাতায়
আঙিনায় আসেনা উড়ে।
Please follow and like us: