মতলব উত্তর ব্যুরো :
বৃহত্তর মতলব উপজেলা বিএনপির সভাপতি আতিক উল্যাহ সরকারের ৭ম বার্ষিকী মৃত্যুবাষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির নেতৃবৃন্দ আতিক উল্যা সরকারের কবর জিয়ারত করেন। মরহুম আতিক উল্যাহ সরকারের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর সরকার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁর কবর জিয়ারতকালে তার রূহের মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান, সহ-সভাপতি সফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হেসেন ভিপি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. হানিফ পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাদারণ সম্পাদক আমির খসরু, পৌর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন বেপারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বেপারী, মতলব উত্তর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গনি তপাদার, মতলব দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক মিরান মিয়াজী, মতলব উত্তর যুবদল নেতা মো. ফারুক, ছাত্রদল নেতা জিয়াউদ্দিন প্রমূখ।