
নিজস্ব প্রতিবেদক:- ফেনী সদর উপজেলার বেতাগাঁও আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৪ এপ্রিল বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাসান শরিফ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইয়ুব খাঁন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, অভিভাবক সাহাব উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফয়সল। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন।