
মোঃসোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যা রাতে নাভারণ বাজার থেকে ১হাজার ২শত কেজি ভারতীয় চাপাতা আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার মনির হোসেন গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চাপাতা এনে যশোর নেওয়া উদ্দেশ্য নাভারণ বাজারে মজুদ করছে।
এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোহাম্মদ তরিকুল ইসলাম, নায়েক মোঃ ইয়ার আলি,ল্যান্স নায়েক আমিনুল ইসলাম,সিপাহী মামুনুর রশিদ, সিপাহী সজিব হোসেন ও আজাহারসহ একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১হাজার ২০০শত কেজি ভারতীয় চাপাতা উদ্ধার করেন। বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চাপাতা বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।
বেনাপোল বিজিবি ক্যাম্পে ভারতীয় চাপাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ।
Please follow and like us: