১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ ৬ আসামী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১৯:০১ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৬০ পুরিয়া হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী, জুয়া খেলার আলামতসহ ২ জন জুয়াড়ী এবং ২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মাদক ও চোরাচালান উদ্ধারের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো, কোতয়ালী থানার চাঁচড়া গ্রামের -মৃত বাদল খাঁ’র ছেলে মুনসুর আলী (৬৩) কে (২৫০ গ্রাম গাঁজা), বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের মৃত রুপচান এর ছেলেশাহজাহান (৪৫)কে (৬০ পুরিয়া হেরোইন) সহ গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার আলামত সহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মাহাবুর রহমানের ছেলে সাইদুর রহমান(৩২) ও ঝিকরগাছা থানার ডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে আইয়ুব হোসেন(৪০)কে গ্রেফতার করে মাদক ও জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এসসি-৯২৩/১৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সাদিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কিয়ামুদ্দিন মোড়লের ছেলে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET