১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে ৪ কোটি টাকার কলিং কার্ড সহ আটক এক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৫ ২০২১, ১৯:১৯ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কোটি ৮২ লক্ষ টাকা মুল্যের ৪৩ হাজার ১৪০টি এন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আমিনুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার(২৫ মে) দুপুর ২ টার দিকে বেনাপোল সীমান্তের চেকপোস্ট সোহাগ পরিবহনের সামনে থেকে বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করে। আটকৃত পাচারকারী আমিরুল বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের ছামসুল রহমানের ছেলে। বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে এন্টারন্যাশনাল কলিং কার্ডের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে বেনাপোল সীমান্তে সাদিপুর মোড়ে সোহাগ পরিবহনের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে ধরা হয়। এসময় তার সাথে থাকা একটি কাটুন থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা মুল্যের ৪৩ হাজার ১৪০ টি এন্টারন্যাশনাল কলিং কার্ড পাওয়া যায়। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বলেন, চোরাচালান পণ্যসহ আটক পাচারকারীকে মঙ্গলবার বিকালে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে সাম্প্রতি বেনাপোল সীমান্তে চোরাচালান সিন্ডকেট সক্রীয় হয়ে উঠেছে। প্রশাসনিক বিভিন্ন মহলকে ম্যানেজ করে মুল্যবাদ সম্পদ ভারতে পাচার করছে। আর ভারত থেকে নিয়ে আসছে মাদকের চালান। পুলিশের দূর্বল চার্জসিটের কারণে পাচারকারীরা দ্রুত ছাড়া পেয়ে আবারো নামছে চেরাচালান পেশায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET