
মোঃসোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত থেকে ভারত থেকে পাচার করে আনা২০,২০০ ( বিশ হাজার দুই শত) মার্কিন ডলার ,সাড়ে সাত হাজার ভারতীয় রুপী ও ৭ টি মোবাইল সহ একজন বাংলণাদেশী মূদ্রা পাচারকারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি।
শনিবার সকাল ৮ টার সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে গাজিপুর জেলার কালের ভিলা গ্রামের ফজলুল হকের ছেলে মাহমুদুল হককে মার্কিন ডলার ভারতীয় রুপী ও মোবাইল সহ আটক করা হয়। তার পাসপোর্ট নং বি আর- ০৭৫২০৩৯।
বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক নজরুল হোসেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারত থেকে ফেরত আসা পাসপোর্টযাত্রী মাহমুদুলকে ক্যাম্পে এনে তল্লাশি করলে তার ব্যাগের ভিতর থেকে ২০২০০ মার্কিন ডলার ৭৫০০ ভারতীয় রুপি ও৭ টি উন্নত মানের মোবাইল ফোন উদ্ধার করে।
আটককৃতকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় ডলার, রুপী ও মোবাইল সহ সপোর্দ করা হয়েছে।
Please follow and like us: