
যশোরের বেনাপোল সীমান্ত থেকে১ টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন গুলি লোড কৃত সহ শ্রী শংকর (২৭)ও আজিম ওরফে পাঁচা(১৯)নামে পেশাদার অস্ত্র বব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা সদস্যরা। বুধবার(২মে)দুপুরের দিকে সীমান্তবর্তী পুটখালী ইউনিয়ানের খলশি বাজারে রিপন মিয়ার চায়ের দোকানের মধ্যে থেকে অস্ত্র গুলি সহ আসামিদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাশ বৃহস্পতিবার প্রেস লিষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র এনে খলশি বাজারে অপেক্ষা করছে।এমন সংবাদে এসআই রুপণ সরকার, এমআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি লোড কৃত ম্যাগজিনও টর্চ লাইটারে কভার সহ তাদের কে আটক করা হয়।আটকৃত আসামি শংকরের নামে একাধিক মামলা আছে।তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যাবসা করে।আটকৃত অস্ত্র সহ আসামিদের অস্ত্র আইনে মামলা দিয়ে পোর্টথানায় দেয়া হয়েছে।